ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান শহরে অজ্ঞাত বন্ধুকধারীরা জাতিসংঘের তিন কর্মীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার ৷ রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ৷
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবার তথ্য অনুসারে, ইয়েমেনে জাতিসংঘ কর্মীদের অপহরণ করার পর দেশটির মন্ত্রিপরিষদ সদস্যরা বৈঠক করেছেন ৷
ইয়েমেন সরকারের মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জাতিসংঘ কর্মীদের মুক্তি ও তাদের নিরাপত্তার বিষয়ে চেষ্টা করেছে ৷
ইয়েমেনের আবিয়ান প্রদেশে লাউডার অধিদপ্তরের নিরাপত্তা প্রধান আদেল আল-আউসজি বলেন, শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের এডেনে জাতিসংঘের নিরাপত্তা বিভাগের পরিচালক আকেম সোফিওলকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছে ৷
তিনি আরও বলেন, জাতিসংঘ কার্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আল মালিকি ও নিরাপত্তা সমন্বয়ক মাজেন বাওয়াজিরকেও অপহরণ করা হয়েছে ৷
এখনো ইয়েমেনের কোনো সংগঠন এ অপহরণের দায় নেয়নি ৷ ছবি ও খবর সংগৃহীত