বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা পূজা চেরি ৷ বেশ কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজা ৷ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷
রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে ৷ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পূজা ৷ পরীক্ষায় জিপিএ ৪.০৮ পেয়ে কৃতকার্য হয়েছেন বলে জানান এই আলোচিত নায়িকা পূজা ৷
রাজধানীর সিদ্বেশ্বরী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন পূজা চেরি ৷ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক আনন্দিত এই চিত্রনায়িকা ৷
পূজা বলেন, পরীক্ষার আগে টানা সিনেমার শুটিং ছিল ৷ পড়াশুনা ভালোভাবে করতে পারিনি ৷ যে রেজাল্ট হয়েছে তাতেই আমি সন্তুষ্ট ৷
২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত নূর জাহান সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজা চেরির ৷