ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান ৷ এবার দ্বিতীয় দিনের শেষ মুহুর্তে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে কেনার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি ৷
রোববার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের নিলামের শেষ দিকে ফের তোলা হয় সাকিবের নাম ৷ কিন্তু আগের দিনের মতোই অবিক্রীত থাকেন তিনি ৷ এর আগের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব ৷
চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব চড়া দামেই দল পাবেন, নিলামের আগে এমনটাই ভাবা হচ্ছিল ৷ কিন্তু চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পরও আইপিএলে দল পেলেন না সাকিব ৷
সাকিব দল না পেলেও এর আগে নিলামের প্রথম দিনে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে কিনেছে দলটি ৷ আগের মৌসুমে তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছিলেন ৷ কিন্তু এবার তাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি তারা ৷ ছবি সংগৃহীত