নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ১০ জনের নাম চূড়ান্ত করবে ৷ সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে আজ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেন, আজ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷ পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম প্রস্তুত করেছিলাম ৷ সে নামগুলোর তালিকা আরো সংক্ষিপ্ত করে আজকের বৈঠকে ১২-১৩ জনের তালিকা প্রস্তুত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি ৷
তিনি আরও বলেন, ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে ৷ প্রস্তাবিত নামগুলো থেকে চূড়ান্ত করা হচ্ছে ৷ নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে ৷ আইন অনুযায়ী সার্চ কমিটি নাম প্রকাশ করতে পারে না ৷