গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৷ এ ঘটনার প্রতিবাদে ঢাকা – খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৷
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা -খুলনা মহাসড়ক অবরোধ করা হয় ৷
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, দুই শিক্ষার্থী গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন ৷ এ সময় তাদের দুজনকে একটি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা ৷ পরে ছাত্রটিকে বেঁধে রেখে গোপালগঞ্জ জিলা স্কুলের একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন মিলে ছাত্রীটিকে ধর্ষণ করে ৷
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা ধর্ষণের ঘটনায় মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন ৷
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দলবেঁধে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে ৷ এর প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন ৷ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন ৷