সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ) বিকাল ১৫:০০ ঘটিকায় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জনাব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র বড়দিন উপলক্ষে নীলফামারী জেলা খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বড়দিনের আনুষ্ঠানিকতা চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য বলেন। পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র বড়দিনে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় নীলফামারী জেলা খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দগণ পুলিশ সুপার মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; জনাব মোঃ তানভীরুল ইসলাম, অফিসার ইনচার্জ, নীলফামারী থানা; জনাব মাইকেল এন্ড্রু, সভাপতি, খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা; জনাব একান্ত ঋষি, সহ-সভাপতি, খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলাসহ খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারীর অন্যান্য সদস্যবৃন্দ।