খবরের চোখ
সব সময়

গঙ্গাচড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

0

- Advertisement -

সাজেদুল ইসলাম লুলু (স্টাফ রিপোর্টার):

রংপুরের গঙ্গাচড়ায় ৬০ বোতল ফেনসিডিলসহ মোঃ রতন মিয়া (৩২) ও মোঃ মমিন মিয়া(৩০) নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

- Advertisement -

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রতন মিয়া রংপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ী মাষ্টারপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের এবং মমিন ওই এলাকার মোঃ হারুন মিয়ার ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান জানান, থানার এসআই মোঃ বেলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোট ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রতন ও মমিনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.