আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর সফর করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
দলীয় কার্যালয় জানায়, আগামী ২৬ ডিসেম্বর দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৷ এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে পীরগঞ্জে আসার পথে তারাগঞ্জে একটি পথসভা করবেন ৷
এর আগে ২০ ডিসেম্বর হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের পর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রধান ৷