খবরের চোখ
সব সময়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নীলফামারী ৩ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী

0

- Advertisement -

সালাউদ্দিন সুমন:

- Advertisement -

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী। মার্জিয়া সুলতানা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জলঢাকার টেঙ্গনমারী বাজারে একটি পথসভায় ওই ঘোষণা দেন দুই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন থেকে সরে দাঁড়ানো দুই স্বতন্ত্র প্রার্থী হলেন- জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম (মোড়া) ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান (ট্রাক)।
মার্জিয়া সুলতানা বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আজ দুই স্বতন্ত্র প্রার্থী অনানুষ্ঠানিকভাবে দলের বৃহত্তর ঐক্য ও বিজয়ের স্বার্থে আমাকে সমর্থন করলেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমার বিশ্বাস আগামী ৭ জানুয়ারি শামীম ও হুকুম আলীকে সঙ্গে নিয়ে ও জনগণের সহযোগিতায় আমার মার্কা ঈগল পাখির জয় নিশ্চিত হবে।
দলীয় আসন বণ্টনে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিতে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলের বিপরীতে মার্জিয়া নির্বাচন করবেন।
আসনটিতে আট প্রার্থীর মধ্যে জাতীয় পাটির প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল)। তার বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী ফারুক কাদের (কেটলি)। অপর প্রার্থীরা হলেন- তৃণমূল বিএনপির খলিলুর রহমান (সোনালী আঁশ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর (হাতঘড়ি)।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.