সাজেদুল ইসলাম লুলু (স্টাফ রিপোর্টার):
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর ১ আসনে গণসংযোগ করছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা এমপি।
রোববার (২৪ ডিসেম্বর) বিকাল চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস, পশ্চিম নবনীদাস বাজারে এলাকায় গনসংযোগ করেন তিনি। পথ সভায় বক্তব্য রাখেন রাঙ্গা কণ্য মালিহা তাসনিম জুই, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, সাবেক উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, গংগাচড়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলু, রংপুর জেলা যুবলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার, গঙ্গাচড়া কেন্দ্রীয় মহা’শ্মশান সাধারণ সম্পাদক প্রমোদ রায়।
আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সাবেক জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তি ও ট্রাক মার্কার সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষ স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মসিউর রহমান রাঙ্গাকে স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানান।
গণসংযোগে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, আমি ১৫ বছর ধরে গঙ্গাচড়া উপজেলার কাজ করেছি ৷
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল, কলেজ, তিস্তা নদীসহ অনেক উন্নয়ন করেছি, আশা করছি এবার নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ ।