সাজেদুল ইসলাম লুলু,(স্টাফ রিপোর্টার)
রংপুর-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার(২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর শুকানচৌকি,মনোহর,হাজীরহাট,অভিরামসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করেছেন,স্বতন্ত্র প্রার্থী,আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা (ট্রাক)।
রংপুর-১ আসনের কাঙ্খিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ভোটাররাও হাত নেড়ে স্বাগত জানান রাঙ্গাকে । এছাড়া তিনি শুকানচৌকি ও হাজীরহাট এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে নিয়ে ও তার সমর্থকদের সাথে নিয়ে পথসভা করেন। এসময় ভোটাররা ট্রাক প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা বলেন,বিগত তিনবারের সংসদ সদস্য আপনারা ভোট দিয়ে নির্বাচিত করছিলেন আমাকে,গংগাচড়া কতটুকু উন্নয়ন করেছি আপনারা ভাল করেই জানেন,আমাকে এবার দলীয় মনোনয়ন প্রতীক দেওয়া হয়নি,তারপরেও আপনাদের ভালোবাসা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছি, আমার মার্কা ট্রাক মার্কা । ৭ জানুয়ারী ট্রাক মার্কায় ভোট বিপ্লব হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।