সাজেদুল ইসলাম লুলু,(স্টাফ রির্পোটার):
পূর্ব শত্রুতার জের ধরে মটুকপুর গ্রামের মোঃ বেলাল হোসেন দুলু (৫০) এর ভুট্টা ও তামাক ক্ষেত। ঘটনাটি গত ১৮/১২/২০২৩ তারিখ দিবাগত রাত অনুমান ১.০০ ঘটিকার দিকে ঘটেছে বলে এলাকাবাসি সূত্রে যানা যায়।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় জমিতে থাকা প্রায় ১ফিট লম্বা ভুট্টা গাছ সব মাটিতে চাষ হয়ে মাটির সাথে মিলে গেছে। তাতে মাটির রং হয়েছে সবুজ। ঘটনার দিনেই যেখানে ছিল সবুজ ভুট্টা পরদিন সকালেই হয়েযায় মাটি। অভিযোগ সূত্রে জানা যায় যে, উক্ত ভুট্টা ও তামাক ক্ষেতের জমি নিয়ে একই গ্রামের মোঃ আব্দুল মতিন(৪০), পিতা- মোঃ জয়নাল আবেদীন এর সাথে বিগত সময় ধরে দ্বন্দ চলে আসছে। উক্ত দ্বন্দের কারনে মোঃ আব্দুল মতিন ১০-১৫ জন্য অজ্ঞাত ব্যক্তিকে সাথে নিয়ে উক্ত জমি ট্রাক্টর দিয়ে চাষ করে।
উক্ত বিষয় মোঃ বেলাল হোসেন বিবাদী মোঃ আব্দুল মতিন এর সাথে কথা বলতে গেলেই আব্দুল মতিন তাকে প্রাননাষের হুমকি প্রদর্শন করেন। উক্ত বিষয়ে মোঃ বেলাল হোসেন বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় মোঃ আব্দুল মতিনকে ১নং আসামী করতঃ মোট ১২ জনের নামে একখানা অভিযোগ আনয়ন করেন। ভুট্টা ও তামাক ক্ষেত পরিদর্শন ও এলাকাবাসির সাথে কথা বলে যানা যায় যে, উক্ত ক্ষেত নষ্ট করার কারনে মোঃ বেলাল হোসেন এর প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার ক্ষতি হয়েয়ে বলে অনুমান করা হয়।ঘটনা বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। ঘটনা বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।