খবরের চোখ
সব সময়

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাবনূর

0

- Advertisement -

চয়নিকা চৌধুরীর নির্মাণে মাহফুজ আহমেদের বিপরীতে একটি নতুন সিনেমায় ফেরার গুঞ্জন ওঠে আলোচিত, জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর ৷
সিনেমাটির নাম ‘রঙ্গনা’ ৷ সংশ্লিষ্টদের দাবি, এই সিনেমার মাধ্যমেই পর্দায় আবারও ফিরতে যাচ্ছেন শাবনূর ৷
সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন ৷ শাবনূর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আসছে বছরের শুরুতেই ৷ এটি নির্মাতার প্রথম নির্মাতার প্রথম সিনেমা ৷

- Advertisement -

সিনেমাটির পরিচালক আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে ৷ দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান ৷ আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার ৷ সে অনুযায়ী গল্প লেখা ৷ নতুন বছরে সিনেমাটির শ্যুটিং শুরু করবো ৷ সিনেমাটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে ৷

শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙনা’র গল্পটি আমাকে পাঠানো হয় ৷ তখনই কাজটি করতে রাজি হই ৷ সিনেমার গানগুলো খুবই চমৎকার ৷ এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে ফিরবো৷ এখন নিজেকে প্রস্তুত করছি ৷ আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন ৷ ছবি সংগৃহিত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.