সরকার সালাহউদ্দীন সুমন,বিশেষ প্রতিনিধি:
সম্প্রতি নির্বাচনের ভোটগ্রহণের সময় যত সামনে আসছে ফলে নির্বাচনী আমেজ আরো বেড়েছে।
সরেজমিন দেখা যায়, সৈয়দপুর শহরে অধিকাংশ সড়কের দুদিকের দেয়ালে, বৈদ্যুতিক খুঁটিতে পোস্টারসহ নানা ধরনের ব্যানার শোভা পাচ্ছে। অলিগলিতেও ব্যানার- পোস্টার চোখে পড়ার মতো।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। মূল সড়কের দোকান-পাট থেকে শুরু করে ফুটপাতের আশেপাশের টং দোকানেও চলছে নির্বাচন নিয়ে জোর আলোচনা। কেউ কেউ আগে ভোট দিয়েছেন, আবার কেউ কেউ এবারই প্রথমবার নির্বাচনে ভোট দেবেন। তাদের উদ্দীপনা একটু বেশিই লক্ষ্য করা গেছে।
এদিকে নির্বাচন ঘোষণার পর থেকেই দিনে-রাত প্রার্থীদের পদচারণায়, গণসংযোগ উঠান বৈঠক সহ ভোটারদের দ্বারে দ্বারে শহর থেকে গ্রাম ছুটে চলছেন প্রার্থীগণ এদিকে নেতা-কর্মীদের আড্ডা ও সমর্থকদের স্লোগানে স্লোগানে প্রার্থীদের দলীয় নির্বাচনী কার্যালয়গুলোতে ভিড় লেগে আছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর আগে, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। অর্থাৎ ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে প্রার্থীদের। সব মিলিয়ে ১৪ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন তারা৷