জ্যেষ্ঠ প্রতিবেদক:
অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের পক্ষে আবারও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ৷ রোববার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি ৷
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৷
রিজভী বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে ৷ সমস্ত জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে ৷
তিনি বলেন, শুধু একজন ব্যক্তির সর্বময় ক্ষমতাধর হওয়ার ইচ্ছার কারণে আজ সারাদেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে ৷ মানুষ আতংকের মাঝে দিন পার করছে ৷চারদিকে পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর রাজত্ব চলছে ৷
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হিংসার মাত্রা বেড়েই চলছে ৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জিঘাংসামূলক বক্তব্য দিয়েছেন ৷