খবরের চোখ
সব সময়

আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল: আনিসুল হক

0

- Advertisement -

কুমিল্লা প্রতিনিধি:
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি ৷
এ সময় তিনি বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন ৷ আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন ৷ আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায় ৷

- Advertisement -

বুধবার (৩ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন ৷

আনিসুল হক বলেন, যারা নির্বাচনকে তামাশার নির্বাচন বলে এটা তাদের ভুল ৷ কারণ জনগণের কর্মকাণ্ডই বলে দিচ্ছে জনগণ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং তারা অংশগ্রহণ করবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.