প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক
বৈঠকে ৫৯ স্বতন্ত্র সংসদ সদস্যরা উপস্থিত আছেন বলে জানা গেছে
রানু মিয়া:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়েছে ৷
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক আরম্ভ হয় ৷
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শুরুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সূচনা বক্তব্য রাখেন ৷ বৈঠকে ৫৯ স্বতন্ত্র সংসদ সদস্যরা উপস্থিত আছেন বলে জানা গেছে ৷
স্বতন্ত্র সংসদ সদস্যদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিরোধী দলের আসনে বসতে অপারগতা প্রকাশ করেন তারা ৷
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য বিজয়ী হয় ৷ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ১১ট আসনে বিজয়ী হয় ৷