খবরের চোখ
সব সময়

ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকারে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

রাজধানীর জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ এ ঘটনায় অভিযুক্ত যুবক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ ৷

ধানমন্ডি থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ খবরের চোখকে বলেন, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে জিগাতলা এলাকায় এ চাঁদাবাজির ঘটনা ঘটে ৷ অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷

- Advertisement -

এর আগে ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন ৷ এসময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই অভিযুক্ত যুবকের ৷

ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করেন ৷ উত্তরে ওই যুবক বলেন, ‘হ’ মাস্তানি করতাছি, কোনো সমস্যা? এসময় পাশে প্রাইভেটকারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান৷ উত্তরে যুবক বলেন, নাম দিয়ে কী হবে?

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম ৷ এরপর আমি দেখতেছি ৷

ভিডিও করতে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে৷ একটা চুলও বাকা করতে পারবা না ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.