স্টাফ রিপোর্টার:
ঢাকা কলেজের সঙ্গে দুপুর সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত প্রায় ৫ ঘন্টা সংঘর্ষ, হামলা, উত্তেজনার পর ধানমণ্ডির সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৷
মঙ্গলবার (২২ এপ্রিল) সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এফ এম মোবারক হোসাইন এ ঘোষণা দেন ৷
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে এক শিক্ষার্থীকে মারধর করার জের ধরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজ ৷ পরে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দেয় ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের মূল ফটকে ভাঙচুর চালায় ও কলেজটির নামফলক খুলে ফেলে ৷
অন্যদিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা বের হয়ে ভিআইপি নামে একটি বাসে ভাংচুর চালায় ৷
ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগের ঘটনার জের ধরে সিটি কলেজের সামনে আসে ও তাদের ফটক, নামফলক ভাংচুর চালায় ৷ এরপর কলেজের সামনে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় ৷ সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে ৷
এ সংঘর্ষের বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী সায়েন্সল্যাবে ড্রেস পরে এসেছিল ৷ আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, সেখানে সিভিল ড্রেসে কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে ৷ ধাওয়া খেয়ে সে পরে যায় এবং গুরুতর আহত হয় ৷ তাকে মারধরও করে ৷ এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের প্রায় দুইশর বেশি শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের সামনে আসে ৷ আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুপক্ষকেই দুদিকে সরিয়ে দেই ৷