খবরের চোখ
সব সময়

সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারামারি, আহত ১০

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন ৷ আহতরা সবাই দুই কলেজের শিক্ষার্থী ৷ সংঘর্ষে আহত ১০ শিক্ষার্থী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি রয়েছে ৷

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার পর থেকে সংঘর্ষ শুরু হয় ৷

- Advertisement -

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ১০ জনের মতো শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিল ৷ তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ কারও অবস্থা গুরতর নয় ৷

আহত শিক্ষার্থীরা হলেন – ঢাকা কলেজের সিয়াম (১৭), রাজীন (১৮), নাজমুস সাকিব (১৮), নিলয় (২৫), সাফাত (১৮), আবিদ (২২), তানভীর (২৪) সিটি কলেজের শামীম (১৮) ৷ এছাড়া আহত হয়েছেন পথচারী মো. সানি (৩২) ৷

সিটি কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হক বলেন, ‘আমরা হঠাৎ করে ১১টার দিকে দেখলাম, কিছু ছাত্র নামের দুষ্কৃতকারী ঢাকা সিটি কলেজের স্থাপনায় হামলা করলো, বর্বরোচিত হামলা ৷ কলেজের সাইনবোর্ডগুলো খুলে নিল ৷ দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই ৷ আমরা এই হামলার নিন্দা জানাই ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.