ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে মাদ্রাসা শিক্ষার্থী: ইআরবির ভিসি
অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম জানিয়েছেন, কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেন একজন মাদ্রাসার শিক্ষার্থী ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে ৷
রোববার (১৮ মে) দুপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ৷
ড. শামছুল আলম বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে৷
তিনি আরও বলেন, মাদ্রাসার কারিকুলামে হাত দিচ্ছি ৷ মাদ্রাসা শিক্ষার সংস্কার করতে হবে ৷ আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি
৷
ইআরবির ভিসি বলেন, সেশন জট নিয়ে আমরা কাজ করছি ৷ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে ৷ আগামী এক বছরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে আর কোনো সেশন জট থাকবে না ৷
এসময় বিশ্ববিদ্যালয়ের অনেকেই উপস্থিত ছিলেন ৷ (ফাইল ছবি)