তেজগাঁওয়ে ডাকাতির ঘটনায় যুবলীগ কর্মীরা খোলস পালটিয়ে যুবদল পরিচয়ে ত্রাসের রাজত্ব
অনেক ক্ষেত্রে টাকা নিয়ে এসব অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে
সিনিয়র রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে কেন্দ্রীয় ঔষধাগারের যাত্রী ছাউনির সামনে গাড়ি থামিয়ে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ডাকাতি করে ৷ ডাকাতির ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় ৷ গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে বেশির ভাগ ফ্যাসিস্ট আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ৷ ছদ্মবেশ ধারণ করে বিএনপির পরিচয় দিয়ে এরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে ৷
খবরের চোখের অনুসন্ধানে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত জড়িত ১৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক শাহিন শিকদারের (৩৭) আশ্রয়ে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম নিখিলের অন্যতম সহযোগী যুবলীগ থেকে আসা রফিকুল ইসলাম (৩৬) ও ইয়াছিন আরাফাত (৩৬) যুবদলে যোগদান করে ধারাবাহিকভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধ করে যাচ্ছে ৷
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, শাহিন শিকদারের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ইয়াছিন আরাফাত, রফিকুল ইসলাম সহ অনকেই আওয়ামী ছদ্মবেশী ৷ শাহিন শিকদার তার গ্রুপ শক্তিশালী করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের বুকে টেনে নিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন ৷ এদেরকে সম্পূর্ণভাবে বেপরোয়া হয়ে উঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন বিএনপির মহানগর উত্তরের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম নিরব ৷
এ বিষয়ে সাইফুল ইসলাম নিরবকে একাধিকবার তার মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেন নাই ৷
বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে ৷ অনেক ক্ষেত্রে টাকা নিয়ে এসব অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে ৷
ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ১৩ জনের বিষয়ে জানতে চাইলে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন খবরের চোখকে বলেন, গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে ৭ জনকে গত বৃহস্পতিবার (৩ জুন) কারাগারে পাঠানো হয়েছিল, ওরা এখন রিমান্ডে ৷ আজ(শনিবার) গ্রেফতারকৃত ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে ৷ তাদেরকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে ৷ পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে ৷ এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৷ এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দ করা এবং প্রায় ৪ লাখ রিয়েল উদ্ধার করা হয়েছে ৷
তেজগাঁও বিভাগের এডিসি আলমগীর কবির বলেন, এ বিষয়ে বিস্তারিত মিডিয়া ব্রিফিং করা হয়েছে ৷ ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ৷ পলাতকদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত আছে ৷
পুলিশ জানায়, চারদিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ৷
উল্লেখ্য, গত ১লা জুলাই সন্ধ্যার আগ মুহূর্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কেন্দ্রীয় ঔষধাগারের যাত্রী ছাউনির সামনে একটি প্রাইভেটকারে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওই লাগেজ নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির একজন কর্মী ৷ তার লাগেজে আনুমানিক ১ কোটি ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা ভর্তি লাগেজ ১০-১৫ জনের একটা ডাকাতদল ডাকাতি করে নিয়ে যায়৷