খবরের চোখ প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “ঢাকার জলাশয় রক্ষা না করলে শহর বাঁচবে না। জলাধার পুনরুদ্ধার আমাদের জন্য বিকল্প নয়।
তিনি আরও উল্লেখ করেন, “ঢাকার খালগুলো উদ্ধারে শুরু হওয়া কাজের সুফল ইতিমধ্যেই ঢাকাবাসী পাচ্ছে। এবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বিগত বছরের তুলনায় কম দেখা গেছে।
তিনি জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ঢাকার ৪০টি পুকুর পুনরুদ্ধারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) এর আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ইউএনডিপি’র প্রোজেক্ট ম্যানেজার ইয়ুগেশ প্রাধানাং, ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান, স্থপতি সুজাউল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, এবং অন্যান্য বিশিষ্টরা।
উক্ত অনুষ্ঠানে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ এ প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যখন জনগণ সচেতন ও একতাবদ্ধ থাকে, তখন জলাধার রক্ষা কঠিন কিছু নয়। ভোলাগঞ্জের পাথর চুরির বিরুদ্ধে একতাবদ্ধ জনগণের কারণে আমরা তা রোধ করতে পেরেছিলাম।” তিনি আরও বলেন, “আমার সময়ে কোনো বনভূমি কাটার অনুমতি দেওয়া হয়নি, যদিও পূর্বের সরকারের সময় অনেক বনভূমি কাটার অনুমতি দেওয়া হয়েছিল।