খবরের চোখ
সব সময়

ওয়াসা ভবনকে শতভাগ ধুমপানমুক্ত করার ঘোষণা

0

- Advertisement -

খবরের চোখ ডেস্ক:

ঢাকা ওয়াসা ভবনকে শতভাগ ধূমপানমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আমিরুল ইসলাম বুধবার সকালে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। সভা শেষে ওয়াসা ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ধূমপানবিরোধী বার্তামূলক সাইনবোর্ড ও স্টিকার লাগানো হয়।

- Advertisement -

ঢাকা ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র (ডরপ) এবং ঢাকা ওয়াসা আয়োজিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে ঢাকা ওয়াসাকে ধূমপানমুক্তকরণ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। ঢাকা ওয়াসা ভবনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। এই কর্মস্থলকে ধূমপানমুক্ত করার মাধ্যমে কেবল কর্মীরাই নন, বরং আগত সেবাগ্রহীতাদেরও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ যোবায়ের হাসান, উপনির্বাহী পরিচালক, ডরপ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেবা আফরোজা, প্রকল্প সমন্বয়কারী, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, ডরপ। উপস্থাপিত মূল প্রবন্ধে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি প্রস্তাব তুলে ধরেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুস সালাম ব্যাপারী, প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা। বিশেষ অতিথি ছিলেন মো. মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), ঢাকা ওয়াসা ও মো. মশিউর রহমান খান, সচিব, ঢাকা ওয়াসা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.