খবরের চোখ
সব সময়

নজরকাড়া পোশাক আর গহনায় দ্যুতি ছড়ালেন পরীমনি

0

- Advertisement -

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন তিনি। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। সেই ধারাবাহিকতা এবারও ব্যতিক্রম নয়।

- Advertisement -

সামাজিক মাধ্যমে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নজরকাড়া পোশাক আর গহনায় দ্যুতি ছড়ালেন অভিনেত্রী। এদিন তিনি একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নেন। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরীমনি। আর তাতেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয়।

পোস্ট করা ছবিতে নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে। যেখানে সিল্কের তৈরি কাতানে অপরূপ সৌন্দর্যে নিজেকে সাজিয়ে তোলেন নিশিরাতের পরীর প্রতিচ্ছবি পরীমনি। সেই সঙ্গে পরনে মানানসই ভারি গহনা– নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি। এককথায় তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো অপরূপ সৌন্দর্য ফুটে আকর্ষণীয় করে তোলে।

এসব ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয়। পরীমনির সৌন্দর্যের প্রশংসা করেন তারা। অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন। যেন দেখতে রানির মতো লাগছে বলেও প্রশংসা করেন ভক্তরা। হাজার হাজার লাইক-কমেন্টে ভরে যায় অভিনেত্রীর পোস্ট। (ছবি ও সংবাদ যুগান্তর)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.