খবরের চোখ
সব সময়

চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক মৃত্যু

0

- Advertisement -

খবরের চোখ ডেস্ক:

সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। চলতি বছরে এই মাসেই ডেঙ্গুতে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৬ জন। এমনকি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে এই মাসে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং মার্চে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

- Advertisement -

এপ্রিলে ডেঙ্গুতে ৭ জন, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও মৃত্যুর হার বাড়তে থাকে জুন থেকে। জুনে মারা যান ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন রোগী। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন।

এ ছাড়া চলতি বছর ৪৪ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.