আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিকেল ৪টার মধ্যেই আসন বন্টন চূড়ান্ত করা হবে ৷
রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের ৷
ওবায়দুল কাদের বলেন, যেসব আসনে সমঝোতা করবে সেসব আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করতেই হবে ৷ জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে ৷ বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সমমনা সকলের মধ্যে ঐক্য থাকা দরকার ৷ আজ বিকেল ৪টার মধ্যে ঠিক হয়ে যাবে আসন বন্টন ৷ আমরা প্রস্তাব দিয়েছি ৷ তাদের প্রত্যাশা আছে ৷ আমরা কতগুলো দিতে পারি তাও ভাবতে হবে ৷
যারা নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে তাদের প্রতি প্রশ্ন রেখে কাদের বলেন, যে নির্বাচনে ২৮ দল অংশ নেয়, যে নির্বাচনে ২ হাজার ২৬০ প্রার্থী অংশ নেয়, সেই নির্বাচন কিভাবে ভাগাভাগির নির্বাচন হয় ৷