চিকিৎসা নিয়ে মানুষের মনে আস্থাহীনতা কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে বেসরকারি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
সালাউদ্দিন সুমন:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা নিয়ে মানুষের মনে আস্থাহীনতা কাজ করছে ৷ চিকিৎসা নিয়ে মানুষের আস্থা কম থাকায় তৃণমূলের মানুষ ঢাকায় আর ঢাকার মানুষ বিদেশে যাচ্ছে ৷ সেটি বুঝেই আমি কাজ শুরু করেছি ৷
রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ৷
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৫৪তম বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর দক্ষিণ – পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যোগদান ইত্যাদি বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৷
সামন্ত লাল সেন বলেন, বেসরকারি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ একইসঙ্গে করোনার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন ৷
তিনি আরও বলেন, ১ ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পদে যোগ দেবেন ৷ এটি আমাদের জন্য বিরাট অর্জন ৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ কেবল প্রধানমন্ত্রীর কন্যাই নন, অটিজম নিয়ে কাজ করে বিশ্বব্যাপী পরিচিত মুখ ৷
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফসহ আরও অনেকেই ৷ (ফাইল ছবি)