খবরের চোখ
সব সময়

হেরেও সেমিফাইনালের অপেক্ষা ফুরাল বার্সার

0

- Advertisement -

ডেস্ক রিপোর্ট:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সা। এরপরও শেষ চারে পৌঁছে গেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর ক্লাব পর্যায়ে ইউরোপ সেরার আসরের সেমিফানালের টিকিট কাটল বার্সা।

- Advertisement -

মূলত প্রথম লেগের পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে বার্সা। প্রথম লেগে গত ১০ এপ্রিল ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিল লুইস কোম্পানিসে ডর্টমুন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় জায়ান্টরা। তাই ফিরতি লেগে হারলেও ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হাসি হেসেছে কাতালানরা।

দ্বিতীয় লেগে ছন্নছাড়া ফুটবল খেলেছে বার্সা। বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি তাদের। বিপরীতে প্রভাব বিস্তারকারী ফুটবলে তাদের কাঁপিয়ে দেয় ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে জার্মান ক্লাবটির হয়ে হ্যাটট্রিকের দেখা পান গুইরাসি। এদিন বার্সা কোনো গোল করতে পারেনি। নিজেদের ভুলে একমাত্র গোলটা হজম করতে হয় ডর্টমুন্ডকে।

অপর ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে চলে গেছে ফরাসি ক্লাবটি। এর আগে প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছিল পিএসজি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.