খবরের চোখ ডেস্ক:
অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন বেড়েছে ৷ নতুন প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত “ডিআইজিডি পালস সার্ভে”- এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয় ৷
ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিজিডি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ৷
এ জরিপের মাধ্যমে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানার চেষ্টা করা হয়েছে ৷
জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমেছে ৷ আগস্ট ২০২৪ এ এই সরকারের প্রতি সমর্থন ছিল ৭৫% মানুষের ৷ অক্টোবরে তা কমে হয় ৬৮% ৷ জুলাই ২০২৫-এ তা আরও কমে দাঁড়ায় ৬৩%- এ ৷
জরিপটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পরিচালিত হয় ৷ এতে দেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জন নারী ও পুরুষ অংশ নেন ৷ তথ্য সংগ্রহের মাধ্যম ছিল টেলিফোন ৷ অংশগ্রহণকারীদের মধ্যে ৭০% গ্রাম এবং ৩০% শহরের বাসিন্দা ৷ নারী ৪৭% ও পুরুষ ৫৩% ৷
আপনি কাক্র ভোট দেবেন? এই প্রশ্নে বড় পরিবর্তন দেখা যায় ৷ ২০২৪ সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেয়ার কথা বলেছিল ১৬.৩% মানুষ ৷ জুলাই ২০২৫-এ তা কমে দাঁড়ায় ১২% -এ ৷ জামায়াতের সমর্থনও কমে ১১.৩% থেকে ১০.৪-এ ৷
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)২% থেকে বেড়ে ২.৮%-এ উঠেছে ৷ জাতীয় পার্টি, ইসলামি দল এবং অন্যান্য দলের জনপ্রিয়তা কমেছে ৷
সবচেয়ে বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি -৪৮.৫% ৷ আগের জরিপে এটি ছিল ৩৭.৬% ৷ ভোট না দেয়ার কথা বলেছে ১.৭% ৷ কেউ নাম বলেনি ১৪.৪% ৷ ৭০% মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে ৷ ৫১% মানুষ চায় আগে সংস্কার হোক ৷ ৩২% চায় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে হোক ৷ আপনার এলাকায় কে জিতবে? প্রশ্নে ৩৮% বলেছে বিএনপি, ১৩% জামায়াত, ৭% আওয়ামী লীগ, ১% এনসিপি ৷ ২৯% জানে না, ৯% উত্তর দেয়নি ৷
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিডির ফেলো সৈয়দা সেলিনা আজিজ ৷ তিনি বলেন, বর্তমানে সমস্যার ধরন বহুমাত্রিক ৷ এই সমস্যায় অর্থনীতির একতরফা প্রভাব কমেছে ৷