খবরের চোখ
সব সময়

ফার্নান্দেজ-কাসেমিরোর অন্যরকম রাত

0

- Advertisement -

খবরের চোখ ডেস্ক:

স্পোর্টস রিপোর্টার ॥ লা লিগায় নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে রিয়াল মাদ্রিদ। টানা পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। শনিবার এস্পানিওলের বিপক্ষে কঠিন লড়াই শেষে ২-০ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও এদার মিলিতা। অন্যদিকে প্রিমিয়ার লিগে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দলের হয়ে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও কাসেমিরো। চেলসির হয়ে একটি গোল করে ব্যবধান কমান ট্রেভো চালোবাহর।

- Advertisement -

রিয়ালের বিপক্ষে এস্পানিওল শুরু থেকেই রক্ষণভাগে জমাট রক্ষণ গড়ে তুলে রিয়ালের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। তবে ২২তম মিনিটে এদার মিলিতাওর দুর্দান্ত একক নৈপুণ্যে ভাঙে তাদের প্রতিরক্ষা। প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বিরতির পর প্রতিপক্ষের ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে কিলিয়ান এমবাপে গোল করেন ৪৮তম মিনিটে। বক্সের প্রান্তে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে পান ফরাসি তারকা। এটি এমবাপের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে সপ্তম গোল।

অন্যদিকে প্রিমিয়ার লিগে চেলসিকে হারিয়ে ‘লাইফ লাইন’ পেলেন কোচ রুবেন আমোরিম। তার চাকরি থাকবে কি না, এ নিয়ে আলোচনা চলছিল গত কিছুদিন ধরে। সেই আলোচনা একেবারে থেমে যাবে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চেলসির বিপক্ষে ২-১ গোলের জয়ের পর একটি লাইফ লাইন পেয়েছেন আমোরিমো। এদিন ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। এর একটু পরেই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোলটা করেন ব্রুনো ফার্নান্দেজ। এটি আবার তার ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচও। কাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ মিনিটে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনিও ছিটকে যান মাঠ থেকে। শেষদিকে ট্রেভো চালোবাহর গোল চেলসিকে কিছুটা আশা দেখায়। তবে আর কোনো বিপদ হতে দেয়নি ইউনাইটেড। এবারের লিগে পঞ্চম ম্যাচে এটা ইউনাইটেডের মাত্র দ্বিতীয় জয়।

ইউনাইটেডের শুরুটা হয় দারুণ। বাঁ উইংব্যাক প্যাট্রিক ডরগু ক্রস করেন, ব্রায়ান এমবেউমোর হেড ঠেকান সানচেজ। কিন্তু পরের মুহূর্তেই গোলবার ছেড়ে বেরিয়ে এসে বেনজামিন সেসকোর ফ্লিক ক্লিয়ার করতে গিয়ে এমবেউমোকে ফাউল করেন সানচেজ। রেফারি সরাসরি লাল কার্ড দেখান চেলসি গোলরক্ষককে। সানচেজের জায়গায় গোলবারে আসেন ফিলিপ ইয়রগেনসেন।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.