খবরের চোখ
সব সময়

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

0

- Advertisement -

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ ৷ রোববার দুপুরে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে ৷

- Advertisement -

রোববার (১৩ ফেব্রুয়ারি) ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৷ পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের সার্বিক বিষয় গণমাধ্যমে তুলে ধরেন ৷ এরপর সবার জন্য ফল উন্মুক্ত করা হয় ৷

করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেয়া হয় ৷ এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয় ৷ গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ পরীক্ষার্থী বেশি ছিল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.