বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, তা হবেও না ৷
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন ৷
বিএনপি মহাসচিব বলেন, গাইবান্ধা – ৫ আসনের উপ-নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ৷ সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে ৷
ফখরুল বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন ৷ এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি ৷ চট্রগ্রামে ১২ অক্টোবরের সমাবেশের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে ৷ প্রতিটি বিভাগে সমাবেশের মাধ্যমে আন্দোলন জোরদার করে দ্রুতই এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে ৷ ছবি সংগৃহিত