ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ বেশ কিছুদিন ধরেই ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া ৷ পুতিনের তদারকিতে চলেছে পারমাণবিক অস্ত্রের মহড়া ৷
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) একটি আলোচনা সভায় পুতিনকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনে কি পরমাণু বোমা ফেলবে রাশিয়া? উত্তরে পুতিন বলেছেন, আমার মনে হয় না তার দরকার আছে ৷ রাজনৈতিক বা সামরিক কোনো দিক থেকেই ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই ৷
পুতিনের মতে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো আসলে রাশিয়ার সম্পর্কে বদনাম ছড়াতে চাইছে ৷ সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনে পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া ৷
পুতিন আরও বলেছেন, ভয়ংকর নোংরা একটা খেলা খেলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ৷ তাদের নিজেদের মতামত অন্যদের ওপরে চাপিয়ে দিতে চাইছে ৷ গোটা দুনিয়ার ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে যুক্তরাষ্ট্র ৷