খবরের চোখ
সব সময়

সংবাদকর্মীদের বিশেষ বার্তা দিলেন মিম

0

- Advertisement -

সংবাদকর্মীদেরকে বিশেষ বার্তা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ৷ তার ফেসবুকে এক পোস্টে তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, সত্যতা না জেনে কোনো ধরনের উড়ো খবর প্রচার করবেন না ৷

- Advertisement -

তিনি বলেন, পরাণ ও দামাল সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালবাসাময় ভাসাচ্ছে ৷ আমি আপ্লুত, অভিভূত ৷ বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি ৷ ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে,আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে ৷

মিম আরও বলেন, এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন ৷ আপনারাই আমার যাবতীয় কাজ,চিন্তা-ভাবনা সঠিক ও সুন্দরভাবে ভক্ত- শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.