গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি ৷ এ নিয়ে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৷ এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৬ জনে ৷
একই সময়ে নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জনে ৷
শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় এক হাজার ৮৩০টি নমুনা সংগ্রহ করা হয় ৷