ন্যাটোভুক্ত দেশের ভেতর হঠাৎ করে বিস্ফোরণের পর উত্তেজনা তৈরি হয়েছে ৷ পোল্যান্ড -ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত একটি গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়েছে ৷
বুধবার (১৬ নভেম্বর) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে ৷ ইতোমধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ পোল্যান্ডের প্রেসিডেন্টকে ফোনে সংহতি জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্য পোল্যান্ডের পাশে আছে ৷
এ বিষয়ে টুইটে ঋষি সুনাক বলেন, আমি পোল্যান্ডের প্রতি যুক্তরাজ্যের সংহতি পুনর্ব্যক্ত করেছি ৷ যারা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি ৷ আমরা যোগাযোগ এবং ন্যাটো মিত্রদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব ৷
খবর সংগৃহীত