আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সন্ত্রাস চাই না ৷ আমরা জনগণ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছি ৷
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন ৷
সরকার প্রধান বলেন, জনগণের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ৷ অথচ, বিএনপি কী করছে ৷ দেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার নির্যাতন করেনি ৷ একইসঙ্গে মা-মেয়েকে ধর্ষণ করেছে ৷
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান তারা সবাই খুনি ৷ তাদের কী অধিকার আছে দেশে রাজনীতি করার?তারপরও আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ৷
প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া জনগণের ভোট চুরি করেছিল ৷ কিন্তু জনগণ সেটা মেনে নেয়নি ৷ আমাদের নারীদের ওপর অজস্র অত্যাচার তারা করেছিল ৷ কই আমরা তো তাদের মেয়েদের কোনও অত্যাচার -নির্যাতন করছি না ৷
তিনি আরও বলেন, জেলা- উপজেলা পর্যায়ে কর্মজীবী মহিলা হোস্টেল তৈরি করা হবে ৷ প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ বরাদ্দ আছে ৷