খবরের চোখ
সব সময়

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ জন নিহত

0

- Advertisement -

রংপুরের তারাগঞ্জে সোমবার একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও অপর একজন আহত হয়েছেন ৷

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আনিস জানান, নিহতরা হলেন সাহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লাহ (৪৫) ৷

সন্ধ্যা ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটি চিড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ৷

- Advertisement -

ওসি জানান, অটোরিকশাটি ছয়জন যাত্রী নিয়ে তারাগঞ্জ থেকে সৈয়দপুর যাচ্ছিল ৷ একটি অ্যাম্বুলেন্স নেংটিচিড়া ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয় ৷

পরে অপর পাশ থেকে আসা ট্রাকটি তার ওপর দিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও দুইজন আহত হয় ৷

আহতদের মধ্যে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.