শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছে হিন্দু সাধু পরমহংস আচার্য ৷
বিরতির পর ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন শাহরুখ খান ৷ কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমার গান ‘বেশরম রং’ ৷
গানটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বিতর্কের ঝড় ৷ ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ ৷ শুধু তাই নয়, সিনেমাটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাকও৷ এখানেই বিতর্ক থেমে থাকেনি, এবার এর প্রতিবাদে নেমেছেন অযোধ্যার সাধুরা ৷
শাহরুখকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দিলেন হিন্দু সাধু পরমহংস আচার্য ৷ তিনি বলেন, আমি শাহরুখ খানকে খুঁজেছি ৷ যেদিন পাবো, সেদিনই ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে দেব ৷
তিনি আরও বলেন, আমাদের (অযোধ্যার সাধু আগে যদি কোনো হিন্দু শাহরুখ খানকে পুড়িয়ে ফেলে, আমি নিজেই তার মামলা লড়ব এবং তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবো ৷
তার ভাষ্যমতে, ‘পাঠান’ এ দীপিকার পোশাকের মাধ্যমে গেরুয়া রংয়ের অপমান করা হয়েছে ৷ কৌশলে হিন্দুদের অনুভূতিতে আঘাত করাটা একটি ব্যবসায় পরিণত করেছে ৷