খবরের চোখ
সব সময়

যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে

0

- Advertisement -

ইউক্রেনে রুশ হামলার কারণে বছরে দেশটির শস্য উৎপাদন ৪০ শতাংশ কমছে ৷ ইউক্রেনিয়ান গ্রেইন এসোসিয়েশনের প্রধান সের্গেই ইভাশচেনকো শুক্রবার এ কথা জানান ৷

তিনি বলেন, আমরা চলতি বছরের শেষ নাগাদ ৬৫ থেকে ৬৬ মিলিয়ন টন শস্য উৎপাদন আশা করছি ৷ যদিও এর আগের বছর রেকর্ড ১০ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদিত হয়েছিল ৷

- Advertisement -

তিনি আরও বলেন, এর মূল কারণ যুদ্ধ ৷ এর কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং বীজবপন বাধাগ্রস্ত হয়েছে ৷

খবর এএফপির

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.