খবরের চোখ
সব সময়

আঞ্চলিকতার প্রভাবমুক্ত একটি ভাষারীতি দরকার

0

- Advertisement -

মো. মারুফ শাহ:
বাংলা ভাষার সঠিক ব্যবহারের জন্য মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন ৷ ভাষা যেহেতু ভাব বিনিময় ও যোগাযোগের অন্যতম বাহন ৷ দেশের সর্বস্তরে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচাতে হলে শুদ্ধ বাংলা উচ্চারণের চর্চা এবং আঞ্চলিক ভাষার প্রভাবমুক্ত একটি ভাষারীতি থাকা দরকার ৷ এই ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, বরকত রফিক জব্বারসহ অনেকেই প্রাণ দিয়েছেন ৷

১৯৭১ সালের ১৫ই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করছিলেন, আমাদের হাতে যেদিন ক্ষমতা আসবে সেদিন থেকেই দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে ৷ বঙ্গবন্ধু তার কথা রেখেছিলেন ৷ স্বাধীনতা পরবর্তীকালে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ঘোষণা দিয়েছিলেন ৷ কিন্তু আজ বাংলা ভাষার এ কী ভাষা দূষণ !

২০১২ সালে ভাষা দূষণ রোধে রেডিও টিভিতে সঠিকভাবে বাংলা ভাষার প্রয়োগ কেন করা হবে না, বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে অন্য ভাষার মিশ্রণ কেন বন্ধ করা হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্চ আদালত রুলসহ নির্দেশনা দেন ৷ সেই নির্দেশনা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারলে , বাংলিশ ও জগাখিচুরি ভাষা মিশ্রিত ব্যবহার দেখাই যেতো না ৷

রেডিও টেলিভিশনের ভাষা সহজ সরল ও সুস্পষ্ট হওয়ার কথা থাকলেও অনেকের মধ্যে জটিল, কঠিন, ইংলিশ, বাংলিশ, জগাখিচুরি ভাষা ব্যবহারের প্রবণতা দেখা যায় ৷ সেজন্য সাধারণ পাঠক,দর্শক শ্রোতা মূল বিষয়টি বুঝতে পারেন না ৷

- Advertisement -

এফ এম রেডিও’র উপস্থাপকরা বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দুর মিশ্রিত উচ্চারণে কথা বলে যান ৷ এসব শুনে বর্তমান শিশু কিশোর তরুণরা দুষিত ভাষা ব্যবহার করছে এবং শিখছে ৷
এফএম রেডিও শুনে মানুষ ভাষা শেখে না, খদ্দের- শ্রোতা যে ভাষায় কথা বলে, এফএম রেডিও সেই ভাষায় অনুষ্ঠান প্রচার করে থাকে ৷ উদ্দেশ্য হলো তাদের মনোযোগ আকর্ষণ করে অর্থনৈতিক স্বার্থে লাভবান হওয়া ৷

যশোর অঞ্চলে ‘কোথায় যাস’ কে ‘কনে যাস’, নোয়াখালী অঞ্চলে ‘পানি’ কে ‘হানি’, রংপুর অঞ্চলে ‘আমি’ কে ‘মুই’, বগুড়া অঞ্চলে ‘আমি’ কে ‘হামি’ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ‘খরচাপাতি’ কে ‘হরচাপাতি’, বললে শুদ্ধ বাংলা ভাষা হবে না ৷ এসব আঞ্চলিক শুদ্ধ বাংলা ভাষা বলে বিবেচিত হবে ৷
রেডিও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন নাটক সিনেমায় ‘খাইছি তোরে’, ‘ধরমু তরে ‘, এসব ভাষা ব্যবহার করার কারণে শিশু কিশোরদের মাঝে ভাষার নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায় ৷
দেশের কিছু পর্যায়ে আঞ্চলিক ভাষায় কথা বলা হচ্ছে, সেখানে তা কাম্য নয় ৷ সেখানে যারা কথা বলেন, তারা তো শিশু কিশোর তরুণদের কাছে আদর্শ মডেল হিসেবে বিবেচিত হয় ৷ তাদেরকে সকলেই অনুসরণ, অনুকরণ করবে ও কথা শিখবে ৷ কিন্তু সেসব জায়গাগুলোতে বড় সমস্যা ৷

রেডিও টেলিভিশন নাটকের প্রমিত উচ্চারণের বিষয়ে গুরুত্ব দিতে হবে ৷ দেশের সব অঞ্চলের মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে, তার জন্য প্রমিত বাংলা ভাষা চর্চার প্রয়োজন রয়েছে ৷

যারা রেডিও টেলিভিশনে টক শো, উপস্থাপনা, সাক্ষাৎকার, সংবাদ পড়বেন, তারা উচ্চারণের ভুল বা আঞ্চলিকতা পরিহার করতে হবে ৷

বাংলা ভাষা বিষয়ক নীতিনির্ধারণী পর্যায় থেকে একটা নিয়ম করা একান্ত দরকার ৷ দেশের সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার হতে হবে ৷ আনুষ্ঠানিক ক্ষেত্রগুলোতে প্রায় সবই চলে নিয়মের মধ্যে এজন্য ভাষার ব্যবহারটিও হওয়া উচিত শুদ্ধ ও পরিপাটি ৷ (ছবি সংগৃহিত)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.