খবরের চোখ
সব সময়

ঈদে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্সে’ দেখা যাবে পূর্ণিমাকে

0

- Advertisement -

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি ওয়েব সিরিযে নাম লিখিয়েছেন ৷ কাজল আরেফিন পরিচালিত ‘হোটেল রিলাক্স ‘ সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে ৷ সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ বিডি এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
বঙ্গ বিডি জানান, রোজার ঈদে ওয়েব সিরিজটি মুক্তি দেবে তারা ৷ তাই এবার ঈদেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে এ আলোচিত জনপ্রিয় লাস্যময়ী এই নায়িকাকে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.