দেশে এখন জুলুম নির্যাতন আর লুটপাটে রাজত্ব চলছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৷
তিনি বলেন, আইন নিজের গতিতে চলতে পারছে না, জাতির এই ক্রান্তিলগ্নে বৈষম্যহীন সমাজ বিনির্মানে জাতীয় পার্টির বিকল্প নেই ৷ সকালে নিজ জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান ৷
পার্টির চেয়ারম্যানের জন্মদিনের অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন ৷ দলীয় শৃঙ্খলা ভাঙলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন দলের মহাসচিব ৷ সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি ৷
আর, দেশের স্বার্থে স্বাধীনতার চেতনায় কোন আপোষ নেই বলে জানান জিএম কাদের ৷