প্রযোজক রহমত উল্লাহর নামে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চিত্রনায়ক শাকিব খান ৷
সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইবুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি ৷
এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশ পরে দেবেন বলে জানান ৷
এর আগে, বৃহস্পতিবার একই আদালতে শাকিব খান মামলা করতে আসলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজকে(সোমবার) আসতে বলেন ৷
শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷