সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যাবে কিনা তাফ চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আহবান করা হয় সিন্ডিকেট সভা ৷ শনিবার (৮ এপ্রিল) গুচ্ছের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে ৷ সভার একদিন আগে গতকাল শুক্রবার এ স্থগিত করা হয় ৷
সিন্ডিকেট সভা কেন স্থগিত করা হলো এর কারণ সম্পর্কে জানা যায় নি ৷ সিন্ডিকেট সভা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, আজকের সিন্ডিকেট সভা স্থগিতের কথা একজন ডেপুটি রেজিস্ট্রার ফোন করে জানিয়েছেন ৷ তবে কি কারণে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তারিখ কবে, এ বিষয়ে জানানো হয়নি ৷