প্রতারণার অভিযোগ উঠেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তবে অনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন এই আলোচিত চিত্রনায়িকা ৷ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন তার নামে যা রটেছে তা সঠিক নয় ৷
শনিবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠেছে বলে জানতে পেরেছি, যার কোনো ভিত্তি নেই ৷ বলা হচ্ছে আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত ৷ কিন্তু সবাইকে বলতে চাই, আমি এমন কিছু করিনি ৷ উল্টো আমাকে ঠকানো হয়েছে, টাকা হাতিয়ে নেয়া হয়েছে ৷ আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে ৷ আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবে ৷ ধন্যবাদ ৷