খবরের চোখ
সব সময়

প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই- শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই ৷ এ ধরনের গুজব রটিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি প্রদান করা হবে ৷
রোববার (৩০ এপ্রিল) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন রাজধানীর বাড্ডা হাইস্কুলে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান ৷

- Advertisement -

দীপু মনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব রটানো রোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ আরও অনেকে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.