খবরের চোখ
সব সময়

বিভিন্ন অপরাধে ১০০ প্রতিষ্ঠানকে জরিমানা

0

- Advertisement -

বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ১০০টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

বুধবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

- Advertisement -

সুত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মঙ্গলবার (১৬ মে) ঢাকা মহানগরের হাতিরপুল বাজার ও পল্টন কাঁচা বাজারসহ দেশব্যাপী মোট ৪৪টি বাজারে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৯৭ প্রতিষ্ঠানকে ১১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ৷

অপরদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩ অভিযোগকারীকে জরিমানার ৪ হাজার টাকা দেওয়া হয় ৷

এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এ সব বাজার অভিযানে সহযোগিতা করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.