দেশ এটাই, এখানেই থাকতে হবে ৷ লুট করে আমেরিকা নিয়ে যাবেন, সব রেখে দেবে ৷ তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন ৷ বরিশালের সন্ধ্যা নদী দখলমুক্ত করে প্রতিবেদন না দেওয়ায় ডিসির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্যে করে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগ ৷
রোববার (২৮ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হয় ৷ এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১৮ জুন দিন ধার্য করেন ৷
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জুলফিয়া আক্তার ৷
শুনানিতে আদালত বলেন, প্রতিবেদন দেওয়ার কথা ৷ সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, প্রতিবেদনের জন্য আমাদের সময় দিন, যোগাযোগ করি ৷
এসময় রিটকারী আইনজীবী বলেন, আদেশ নিয়ে ডিসি এক ধরনের খেলা করে ৷
আদালত বলেন, যা দেখবে তাই তো শিখবে৷ সচিব যা করে ৷ আদালত অবমাননার হাজার হাজার মামলা পড়ে আছে ৷
মনজিল মোরসেদ বলেন, আমরা তাহলে কোথায় যাব?
আদালত বলেন, আপনারা কনটেম্পট (আদালত অবমাননা) কোর্টে যান ৷ মনজিল মোরসেদ বলেন, আদালতের যদি অস্তিত্ব রাখতে হয়, তাহলে সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতা সেটা চর্চা করতে হবে ৷ সেটা না করলে আইনের শাসন থাকবে না ৷ জনগণও কোনো বিচার পাবে না ৷ রাষ্ট্র কলাপস করলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে ৷
এ সময় রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবেদন না দেওয়ার কারণ জানতে চান আদালত ৷ সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের সর্বশেষ আরও একটু সময় দেওয়া হোক ৷ এ সময় মনজিল মোরসেদ পাশ থেকে বলেন, পাঁচ বছর চলছে ৷ তখন আদালত বলেন, সাইট টক করছেন কেন? আপনি সিনিয়র আইনজীবী ৷ আপনিও বুঝেন, জানেন দেশের পরিস্থিতি, আদালতের অবস্থা ৷ তারা (রাষ্ট্রপক্ষ) চেষ্টা করে ৷
সহকারী অ্যাটর্নি জেনারেল শেষবারের মতো সময় চাইলে আদালত বলেন, আপনি যদি এক শ বছরও সময় নেন, লাভ হবে না ৷ দেশ এটাই, এখানেই থাকতে হবে ৷ লুট করে আমেরিকা নিয়ে যাবেন, সব রেখে দেবে ৷ তাই পরিবেশটা ঠিক রাখতে বলেন ৷ ১৮ জুন রাখলাম ৷ ভালো করে বুঝিয়ে বলেন ৷ সম্মানের জায়গাটা ঠিক রাখতে বলবেন ৷ না হলে জবাব দিতে হবে ৷
আদালত থেকে বের হয়ে মনজিল মোরসেদ বলেন, সন্ধ্যা নদীর ভেতরে গুচ্ছগ্রাম দখল করা হচ্ছিল মাটি ভরাট করে ৷ বিষয়টি চ্যালেঞ্জ করেছিলাম আমরা ৷ হাইকোর্ট বিভাগ অনেকগুলো নির্দেশনা দিয়েছিলেন ৷
বরিশালের যত নদী আছে, সেগুলো যাতে দখল না হয়, সেজন্য মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছিল ৷ অবৈধ মাটি ভরাট উচ্ছেদ করতে নির্দেশ ছিল ৷ তার একটিও বাস্তবায়ন করেননি জেলা প্রশাসক ৷